নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরীতে ট্রলার ডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মত উদ্ধার অভিযান শুরু
- আপডেট সময় : ০২:৩২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরীতে ট্রলার ডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মত উদ্ধার অভিযান শুরু করছে ফায়ার সার্ভিস, নৌ বাহিনী, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল।
সকাল ১০টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। তবে এখনো জীবিত বা মৃত কাউকে উদ্ধার করতে পারেনি। নদীর দু’পাশে তীরে অপেক্ষা করছেন নিখোঁজদের স্বজনরা। নিখোঁজ রয়েছেন শিশুসহ ৯ জন। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশর অফিসার আলম হোসেন জানান, কুয়াশার এ কারণে উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটছে। নদীতে কয়েকটি ভাগে চলছে উদ্ধার কাজ। নৌ বাহিনী, কোস্টগার্ড ও বিআইডব্লিউটি-এর ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। এখনো ডুবে যাওয়া ট্রলার ও কোন মরদেহের সন্ধান পাওয়া যায়নি।এদিকে, ঘাতক এমভি ফারহান-৬ নামের যাত্রীবাহী লঞ্চটি জব্দ করে চালক, মাষ্টারসহ তিনজনকে গ্রেফতার করেছে নৌপুলিশ। বুধবার রাতে ফতুল্লা থানায় বাদী হয়ে মামলা করেন বিআইডব্লিউটিএ নৌ-নিরাপত্তা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক বাবু লাল বৈদ্য।