নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১৫১৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৫ জন।
গতকাল রাতে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের জিন্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে চট্টগ্রাম থেকে টিন বোঝাই ট্রাক রংপুরে যাবার পথে বগুড়াগামী ৯ শ্রমিককে তুলে নেয়। বিপরীত দিক থেকে আসা ভুট্টা বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান জয়পুরহাটের শহিদুল, আয়েছ ও মজিদ। তারা সবাই কুমিল্লায় ধানকাটার বদলী দিনমজুর হিসেবে কাজ করে জয়পুরহাটে ফিরছিলেন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, দুর্ঘটনার পরপরই দুই ট্রাকের চালক ও সহকারি পালিয়ে যায়।