নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক যুবককে গলাকেটে হ*ত্যা
- আপডেট সময় : ০৬:১৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ১৬২৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রোকন উদ্দিন নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সকালে সদর উপজেলার মদিনাবাগ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, ধারণা করা হচ্ছে গতরাতে কোন এক সময় দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
যৌতুকের টাকা না পেয়ে সাভারে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করেছে পুলিশ। সকালে পৌর এলাকার কাজী মোকমাপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
শেরপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী পারভীন বেগমকে গলা কেটে করে হত্যার পর কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে স্বামী শফিকুল ইসলাম। ভোরে সদর উপজেলার বয়ড়া পরানপুর গ্রামে এ ঘটনা ঘটে। সদর থানা পুলিশ পারভীনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।