নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় ২ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। এ সময় আহত হয় আরও দু’জন।
সকালে উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সোনারগাঁ ইউনিয়নের মনির হোসেন ও জামপুর ইউনিয়নের হাবিব। পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল নয়টার দিকে মদনপুর থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তালতলা বাসস্ট্যান্ডে মাছবাহী একটি ভ্যানগাড়ীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ড্রাইভার ও হেলপারসহ পিকআপটিকে আটক করে তালতলা ফাঁড়িতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।