নারায়ণগঞ্জের সড়ক দুর্ঘটনার জন্য অভিযুক্ত বাস চালক গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনার জন্য অভিযুক্ত বাস চালক সহিদুল ফেনীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে রেব। ওই দুর্ঘটনায় নিহত হন ইষ্ট ওয়েষ্ট ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী।
দুপুরে সিদ্ধিরগঞ্জে রেব-১১’এর উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদে আসামি দুর্ঘটনার দায় স্বীকার করেছে। গেলো ১৫ জুলাই, রাজধানীর ১২ জন শিক্ষার্থী দুটি ব্যক্তিগত গাড়ি নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পানাম সিটিতে ঘুরতে যান। উপজেলার দড়িকান্দিতে পৌঁছালে সৌদিয়া পরিবহনের ঢাকাগামী বাস ওই প্রাইভেট কারকে ধাক্কা দেয়। গাড়িটি দুমড়ে মুচড়ে গুরুতর আহন হয় পাঁচ শিক্ষার্থী। পরে হাসপাতালে মারা যান সুমাইয়া রহমান মাহিমা ও ইব্রাহীম মাহমুদ রাহাত। ঘটনায় বাস চালককে আসামি করে মামলা করে কাঁচপুর হাইওয়ে পুলিশ।