নারায়ণগঞ্জে আগুনে পুড়ে গেছে ৩০টি রিক্সা ও দোকান
- আপডেট সময় : ১২:৫৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে আগুনে পুড়ে গেছে ৩০টি রিক্সা ও দোকান, গাজীপুরের কোনাবাড়িতে তুলার কারখানায় ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা।
নারায়নগঞ্জ-ঢাকা লিংক রোডের চাঁদমারি এলাকায় অগ্নিকাণ্ডের ৩০টি রিক্সা এবং কমপক্ষে ২০ টি দোকান ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, সোমবার রাতে রিকশা গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় গ্যারেজে থাকা ৩০টি রিকশা পুড়ে যায়। কিছুক্ষণের মধ্যে আগুন প্বার্শবতী এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশে থাকা ২০টির মতো দোকানও পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
…………….
এদিকে, গাজীপুরের কোনাবাড়ি নছের মার্কেট এলাকায় একটি তুলা তৈরির কারখানায় আগুন লেগে পুড়ে গেছে ঝুটের মালামাল। সকালে স্থানীয় জাকির হোসেন ও হারুন মিয়ার মালিকাধীন ওই কারখানার ভিতরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।