নারায়ণগঞ্জে ঈদের দিনে অনশন ও বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
তিন মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে নারায়ণগঞ্জে ঈদের দিনে অনশন ও বিক্ষোভ সমাবেশ করেছে একটি রফতানিমুখী পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীরা।
দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি পালন করে বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল কারখানার তিন শতাধিক শ্রমিক। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। শ্রমিকদের দাবি, সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত এই পোশাক কারখানাটিতে ৮শ’ শ্রমিক গত তিন মাসের বকেয়া বেতন, ভাতা ও ঈদের বোনাস পাওনা রয়েছে। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধে নানা টালবাহানা করছে। গত দু’মাস ধরে দফায় দফায় তারিখ দিয়েও শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করেনি তারা। শ্রমিকরা অবিলম্বে তাদের বকেয়া সব পাওনা পরিশোধের দাবি জানান। অন্যথায় সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।