নারায়ণগঞ্জে দলবদ্ধ ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে হত্যার দায়ে ছয়জনের ফাঁসির আদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলবদ্ধ ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে হত্যার দায়ে ছয়জনকে ফাঁসির আদেশ দিয়েছন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। পাবলিক প্রসিকিউটর রকিবউদ্দিন আহমেদ জানান, রায় ঘোষণার সময় ছয় আসামির মধ্যে তিনজন উপস্থিত ছিলেন। ২০০৯ এর ১১ আগস্ট রাতে রাস্তা থেকে স্বামীসহ স্ত্রীকে তুলে নেয় ধর্ষকরা। পরে, স্বামীকে বেঁধে রেখে তার সামনেই স্ত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। এরপর তাদের দু’জনকে হত্যা করে পাশের ডোবায় ফেলে পালিয়ে যায় আসামিরা। ১৬ আগস্ট ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গৃবধূর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন।