নারায়ণগঞ্জে দুই প্রার্থী পাল্টাপাল্টি বক্তব্য দিলে তা নির্বাচনে উত্তেজনা ছড়াবে না : সিইসি
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৭:০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দুই প্রার্থী পাল্টাপাল্টি বক্তব্য দিলে তা নির্বাচনে উত্তেজনা ছড়াবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।
বুধবার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশাসন ও আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, করোনার বাড়তি ব্যবস্থা হিসেবে হ্যান্ড সেনিটাইজার রাখা হবে। মাস্ক ছাড়া কেউ কেন্দ্রে ঢুকতে পারবে না।ইতোমধ্যে নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে স্থানীয় সরকার নির্বাচন সমালোচিত হয়েছে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। এ সময়ে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার জায়েদুল আলম। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে: সিইসি