নারায়ণগঞ্জ এবং বগুড়ায় আলাদা ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের দুই উপজেলায় এবং বগুড়ায় আলাদা ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধ্রুব দাস নামে এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে সহপাঠিরা। তুচ্ছ ঘটনায় ধ্রুবর সাথে পিয়াস নামে এক সহপাঠীর বাকবিতণ্ডা হয় জানাচ্ছে প্রত্যক্ষদর্শীরা। পরে কয়েকজনকে বন্ধুসহ পিয়াস ধ্রুবকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।
অন্যদিকে, নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেকে একটি পরিত্যক্ত ইটভাটা থেকে নিখোঁজের ৪৭দিন পর সিয়াম সরদার নামে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বগুড়ার গাবতলীতে আম কুড়াতে গিয়ে ডোবার পানিতে পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। সকালে ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মেহেদী হাসান ও মিজানুর রহমান একে অপরের চাচাতো ভাই।