নারায়ণগঞ্জ ও নওগাঁয় দুই যুবককে কুপিয়ে হ*ত্যা
- আপডেট সময় : ০৮:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ ও নওগাঁয় দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নারায়ণগঞ্জের মদনপুরে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন দুই শ্রমিক।
আড়াইহাজার থানার ওসি জানান, সকালে উপজেলার ইটবারদী বাসস্ট্যান্ডে কাইয়ুম নামের এক যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে চলছে পুলিশের অভিযান।
জেলার মদনপুরে ভবন নির্মাণে পাইলিংয়ের কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হানিফ ও হৃদয় মিয়া নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নওগাঁর মান্দায় আতিকুর রহমান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় হামলায় আহত হন আরও তিনজন। শুক্রবার রাতে দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খেলায় বাঁধা দেওয়ায় প্রতিবেশীর লাঠির আঘাতে আসাদ খান নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। সকালে উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে এই ঘটনা ঘটে।