নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রধান দুই মেয়র প্রার্থীর প্রচারণা জমে উঠেছে
- আপডেট সময় : ০৫:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রধান দুই মেয়র প্রার্থীর প্রচারণা জমে উঠেছে। স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার দাবি করেন, এবার নির্বাচন হবে নৌকা বনাম জনগণ। গত দু’বারের মতো সুষ্ঠু নির্বাচনের আশা করেন আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। এদিকে, তৈমুর আলম খন্দকারকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ নারায়ণঞ্জ সিটি নির্বাচন ঘিরে প্রচারণার সাথে সাথে উত্তেজনা বাড়ছে। দিন-রাত গণসংযোগ করছেন প্রধান দুই মেয়র প্রার্থী। স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার শংকা জানান, বিএনপি কর্মী-সমর্থকদের নৌকায় ভোট দিতে বাধ্য করা হতে পারে।
এদিকে, আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নগরীর ভান্ডারীরপুর, উত্তর কদমতলী ও দক্ষিণ কদমতলী এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তিনি বলেন, ২৭ টি ওয়ার্ডে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। নির্বাচিত হলে এর ধারাবাহিকতা ধরে রাখা হবে।
আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৭টি ওয়ার্ডে ইভিএমের মাধ্যমে ভোট হবে।