নারীপাচার চক্রের মূলহোতা প্রতীক খন্দকার চট্টগ্রাম থেকে গ্রেফতার
- আপডেট সময় : ০৮:১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম থেকে নারীপাচার চক্রের মূলহোতা প্রতীক খন্দকারকে গ্রেফতার করেছে সিআইডি। দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার। তিনি বলেন, চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের ভারতসহ বিভিন্ন দেশে বিক্রি করতো চক্রটি।
গেলো বছর ঢাকার সবুজবাগ এলাকায় স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়াটিয়া হিসেবে একটি ফ্ল্যাটে ওঠেন প্রতীক খন্দকার ও জান্নাতুল ওরফে জেরিন। ওই ফ্ল্যাটের এক নারীকে চাকরির প্রলোভনে মালয়েশিয়া পাঠানোর জন্য প্ররোচিত করেন তারা। এরপর বেনাপোল সীমান্তে ভারতের একটি দালাল চক্রের কাছে পাচারের সময় পুলিশ ওই ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। এ ঘটনার পর ২০১৯ সালের ২৩ নভেম্বর মামলা দায়ের করে ভুক্তভোগী নারীর পরিবার । এর আগে এই চক্রের গ্রেফতার হওয়া দুই আসামির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার কথা জানায় সিআইডি।