নারী কমনওয়েলথ গেমসে শ্রীলংকার বিপক্ষে ২২ রানে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
আইসিসি নারী কমনওয়েলথ গেমসে শ্রীলংকার বিপক্ষে ২২ রানে হেরে বাছাই পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ।
মালয়েশিয়াতে বাছাই পর্বের চারটি খেলার তিনটিতে জয় পেয়েছিল বাংলাদেশ। আর, চারটি ম্যাচের সবক’টিতে চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে পৌঁছে গেছে শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৩৬ রান করে লংকান নারীরা। জবাবে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১১৪ রান করে বাংলাদেশ।মূল পর্বে দুটি গ্রুপে মোট ৮টি দল অংশগ্রহণ করবে। এ-গ্রুপে আছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত ও বার্বাডোস এবং বি-গ্রুপে আছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও শ্রীলংকা। ২৯ জুলাই অস্ট্রেলিয়া-ভারতের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্ট। ৩১ জুলাই হবে ভারত-পাকিস্তান ম্যাচ। ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ আগস্ট।