নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে সেমিফাইনালে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। নিশ্চিত হলো ২০২৩ বিশ্বকাপের মূল পর্বে খেলা।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল বাংলদেশ। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান তুলে টাইগ্রেসরা। সর্বোচ্চ ২৮ রান করেন রুমানা আহমেদ। মুর্শিদা খাতুনের ব্যাট থেকে আসে ২৬ রান ও অধিনায়ক নিগার সুলতানা করেন ১৭ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি থাইল্যান্ড। ১৩ রানে হারায় ৩ উইকেট। পরে বাংলাদেশ বোলারদের দৃঢ়তায় ৬ উইকেটে ১০২ রান তোলে থাইল্যান্ডের নারীরা।
সর্বোচ্চ ৬৪ রান করেন নাথক্যান চ্যানথাম। টাইগ্রেসদের হয়ে ৩ উইকেট নেন সালমা খাতুন। রোবাবার বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।