নারী দিবসে ‘বিশ্বরঙ’
- আপডেট সময় : ১১:৫২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় প্রথম ১৯০৯ সালে। ওই বছর ২৮ ফেব্রুয়ারি প্রথম আমেরিকায় নারী দিবস উদযাপন করা হয়েছিল। এরপর ১৯১০ সালে কোপেনহেগেনের উদ্যোগের পর, ১৯ মার্চ অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইজারল্যান্ডে প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবস চিহ্নিত হয়েছিল।
নারীর কাজের অধিকার, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং কাজের বৈষম্যের অবসানের জন্য প্রতিবাদ করেন লক্ষ মানুষ। একই সঙ্গে রাশিয়ান মহিলারাও প্রথমবার ২৮ ফেব্রুয়ারি শান্তির দাবিতে আন্তর্জাতিক নারী দিবস পালন করে প্রথম বিশ্বযুদ্ধের বিরোধিতা করেন।
অবশেষে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ ১৯৭৫ সালের ৮ মার্চ দিনটিকে প্রথম আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ সদস্য রাষ্ট্রদের নারী অধিকার ও বিশ্ব শান্তি রক্ষার জন্য জাতিসংঘ দিবস হিসাবে ৮ মার্চকে ঘোষণা করার আহ্বান জানায়।
‘বিশ্বরঙ’ সবসময়ই তার শিল্প ভাবনায় সামাজিক চেতনার সহযাত্রী। সেই চেতনারই বর্হিপ্রকাশ বিশ্বরঙ নারী দিবস ২০২২ এর সকল প্রয়াসে। নারী দিবস কে ঘিরেও তাই বিশ্বরঙ এর ফ্যাশনে এসেছে নানান রকম বৈচিত্র। এখন এটি কেবল উৎযাপনের দিন না, এটি নারী অধিকার ও বিশ্ব শান্তি রক্ষার একটি দিন। নারী দিবসের পোশাক গুলোকে সাজানো হয়েছে বেগুনী রঙের আবেশে। কিছুকিছু ক্ষেত্রে বেগুনী রঙ এর সাথে সাদা রঙ এর উপস্থিতি দিয়েছে শুভ্রতার এক ভিন্নমাত্রা।
নারী দিবসের পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে সুতি কাপড়। ‘বিশ্বরঙ’র শাড়ী, থ্রি-পিস, পাঞ্জাবী, টি-শার্ট, উত্তরীয়, মগ ইত্যাদিকে অলংকরন করা হয়েছে বেগুনী রঙে জ্যামিতিক নকশার বিভিন্ন নান্দনিক অনুষঙ্গ দিয়ে। কাজের মাধ্যম হিসাবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, এ্যাপলিক, কাটওর্য়াক, স্ক্রিন প্রিন্ট ইত্যাদি।