নারী নির্যাতন ও গণধর্ষণের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩২:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
নোয়াখালীতে নারী নির্যাতন ও সিলেটে এমসি কলেজে গণধর্ষণের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন হয়েছে।
দেশে একের পর এক নারী নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক ভাবে বেড়ে গেছে বলে অভিযোগ করেছেন নোয়াখালীর বিভিন্ন সংগঠনের নেতারা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ মানবন্ধনে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়।
নোয়াখালী ও সিলেটসহ সারাদেশে নারী ধর্ষনের ঘটনা বৃদ্ধির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে সচেতন যুবকবৃন্দ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এ মানবন্ধন হয়। এসময় বক্তারা দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
দেশব্যাপী ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন বন্ধের দাবিতে বাগেরহাট প্রেসক্লাবের সামনে সকালে মানববন্ধন করে বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশ।