নারী নেত্রীদের সমন্বয়ে নেটওয়ার্ক গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
বাংলাদেশ বিনিয়োগের নিরাপদ স্থান উল্লেখ করে বিদেশিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন। একই দিন উচ্চপর্যায়ের এক বৈঠকে অংশ নিয়ে নারী নেত্রীদের একটি নেটওয়ার্ক গঠনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।
ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে ‘বাংলাদেশ ফরওয়ার্ড : দ্য ফ্রন্টিয়ার ফর গ্রোথ’ শীর্ষক ভার্চুয়াল গোলটেবিল আয়োজন করে। এতে মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
এর আগে একিই দিন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আহবানে বসা উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদেন। সেখানে প্রধানমন্ত্রী বলেন, নারী নেত্রীদের নিয়ে একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা সম্ভব। যা শুধু একক বৈঠকের জন্য নেতাদের একত্রিতই করবে না। বরং লিঙ্গ সমতা নিশ্চিতে হবে চালিকাশক্তি।।
এ বৈঠকে বিশ্বনেতাদের সামনে তিনটি প্রস্তাব রাখেন শেখ হাসিনা। এর অন্যতম- তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে তুলতে কাজ করবে লিঙ্গ সমতা বিষয়ক উপদেষ্টা বোর্ড।
বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ওপর জোর দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে ৭ম অবস্থানে রয়েছে। এছাড়া, প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠেন এসেছে, লিঙ্গ ভিত্তিক সহিংসতা-বাল্যবিবাহ এবং অবৈতনিক কাজ বৃদ্ধির কথা।
প্রধানমন্ত্রী আরো বলেন, কষ্টার্জিত অগ্রগতি নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে। তাই এটা ঠেকাতে সকলকে এখনই উদ্যোগী হবার পাশাপাশি নারীদের সামনের সারিতে রাখতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।