নারী পাচারচক্রের ২ সদস্যকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / ১৬৫০ বার পড়া হয়েছে
নারী পাচারচক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময়ে ভুক্তভোগী লুবনাকে উদ্ধার করা হয়েছে।
দুপুরে লালবাগ বিভাগের ডিসি জসিম উদ্দিন মোল্লাহ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মো: রনী ও জেসমিন সুলতানাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বাড়ি সাতক্ষীরার দেবহাটা কুলিয়ায়। আসামীদের সংগে এক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় চকবাজারের বাসিন্দা গৃহিনী লুবনার। গেলো ৪ মে স্থানীয় ফার্মেসীতে ওষুধ কিনতে গেলে কৌশলে আসামীরা লুবনাকে তাদের বাড়ি নিয়ে যায়। খোঁজাখুঁজি করে লুবনাকে না পেয়ে চকবাজার থানায় মামলা করে বাবা শফিকুল ইসলাম।এরই সূত্র ধরে পুলিশ গেলো রাতে সাতক্ষীরা থেকে লুবনাকে উদ্ধার করে।