নারী-শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য সমান অধিকার নিশ্চিত ও নিরাপদ করার লক্ষে ২ দিনব্যাপী নানা কর্মসূচির উদ্যোগ
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
নারী-শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য সমান অধিকার নিশ্চিত ও নিরাপদ করার লক্ষে ২ দিনব্যাপী নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপরেশন ।
এ উপলক্ষে রাজধানীর গুলশানে নগর ভবনে বিকেলে সংবাদ সম্মেলনে মেয়র আতিকুল ইসলাম কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।নগরীর বিভিন্ন স্থানে একটি করে অভিযোগ বক্স রাখা হবে, যেখানে সমাজের নান শ্রেণীর মানুষসহ নারী ও শিশুরা সুনির্দিষ্ট অভিযোগ করতে পারবে। সেই অভিযোগ অনুযায়ী আইনি ব্যবস্থার গ্রহনের কথা জানান মেয়র। এদিকে, নগরবাসীর ভোগান্তি কমাতে ৪৩ হাজার এলইডি লাইট দিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা আলোকিত করা হবে বলে জানিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় একথা জানান তিনি।