নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার ১ নম্বর আসামী আশিষ রায় চৌধুরীকে দুই নারীসহ গ্রেফতার
- আপডেট সময় : ০২:১৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ১৭২১ বার পড়া হয়েছে
দুই যুগ পর চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত ১ নম্বর আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গুলশানের একটি বাসা থেকে গ্রেফতার করেছে রেব। এসময় ওই বাসা থেকে আটক করা হয় দুই তরুণীকেও। রহস্যজনক বাড়িটিতে অভিযানের সময় বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রেবের মুখপাত্র খন্দকার আল মঈন বলেন, গত ২৮ মার্চ তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। ওই বাসায় আত্মগোপনে ছিলেন তিনি। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে তাকে। তার বাসা মিরপুর ডিওএইচএস। এই বাসায় আত্মগোপনে ছিলেন তিনি। এখান থেকেই বিদেশে চলে যাওয়ার পরিকল্পনা করছিলেন বলে জানানো হয়। অভিযানে বাসা থেকে ২৩ বোতল মদ, কিছু বিয়ার, সীসার সরঞ্জাম উদ্ধার করা হয়। ‘হত্যাকাণ্ডে আশীষ রায়ের সম্পৃক্ততা ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর জানানো হবে। এছাড়া আটক দুই নারীর পরিচয় এবং কী উদ্দেশ্যে সেখানে ছিল, তাও জিজ্ঞাসাবাদের পর জানানো হবে।