নায়িকা পরীমণির পৃষ্ঠপোষকদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে
- আপডেট সময় : ০৭:২১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
নায়িকার পরীমণির পৃষ্ঠপোষকদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ । দুপুরে সাংবাদিকদের তিনি জানান, অবৈধ কাজে যারাই জড়িত তাদেরও গ্রেফতার করা হবে। নায়িকা পরীমণি চলচ্চিত্রের আড়ালে অবৈধ ব্যবসা করতেন এবং এই ব্যবসাগুলোতে কারা তাকে পৃষ্টপোষকতা করেছেন, তাদের কথাও জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এদিকে মাদক মামলায় ফারিয়া মাহবুব পিয়াসা কে ৮ দিন এবং মরিয়ম আক্তার মৌকে ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
চলচিত্র পেশা হলেও নেশা ছিল মাদক আর অনৈতিক ব্যবসা। আলোচিত সমালোচিত নায়িকা পরিমণির দুটি চরিত্র বেরিয়ে এসেছে তদন্তে। গ্রেফতারের পর গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে নিজের অন্ধকার জগতের অনেক অজানা তথ্য দিতে শুরু করেছেন এ নাইকা। গোয়েন্দা পুলিশ জানান, পরীমণি যেসব অবৈধ কাজ ও ব্যবসা করতেন, তার সহযোগী এক নারী ও কষ্টিউম ডিজাইনার এখন নজরদারির মধ্যে আছে। যারাই তার সঙ্গে জড়িত ছিল তাদের সবাইকে গ্রেফতার করা হবে।
প্রযোজক নজরুল ইসলাম রাজের বিষয়ে তিনি বলেন, রাজ একজন লেখাপড়া না জানা মানুষ। সে উচ্চবিত্তদের মডেল সাপ্লাই দিতো। তার কাছ থেকেও তথ্য পাওয়া গেছে। এ ঘটনার সাথে জড়িত সকলকেই আইনের আওতায় আনা হবে।
এদিকে মডেল ফারিয়া মাহবুব পিয়াসা কে তিনটি মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ মোট ২৪ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। আর মরিয়ম আক্তার মৌকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চায় পুলিশ।
আদালত উভয় পক্ষের শুনানী শেষে পিয়াসাকে আট দিন আর মৌ কে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাম্প্রতিক ঘটনায় সম্পর্কে চলচিত্র শিল্পি সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেছেন কোন শিল্পির অপর্কের দায় শিল্পি সমিতি নিবে না।