নিউইয়র্কে সাদা লেজের হরিণের শরীরে করোনা ভাইরাসের ওমিক্রন ধরন শনাক্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
নিউইয়র্কে সাদা লেজের হরিণের শরীরে করোনা ভাইরাসের ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। হরিণ নতুন কোনো ভ্যারিয়েন্টের পোষক হয়ে উঠতে পারে কিনা তা নিয়ে গবেষণা চলছে।
পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক নিউইয়র্কের স্টেটেন আইল্যান্ডের ১৩১টি হরিণের রক্ত ও নাকের শ্লেষ্মার নমুনা পরীক্ষা করে। তার মধ্যে ১৫ শতাংশ হরিণের শরীরে করোনা ভাইরাসের বিরুদ্ধে তৈরি হওয়া অ্যান্টিবডি পেয়েছে গবেষকরা। নতুন ধরন তৈরি হলে সেগুলোও এসব হরিণকে সংক্রমিত করতে পারবে। যুক্তরাষ্ট্রজুড়ে সাদা লেজের হরিণ আছে প্রায় তিন কোটি। এটাই এখন গবেষকদের উদ্বেগের বড় কারণ। তারা বলছে, অন্য কোনো প্রাণীর দেহে যাওয়ার পর ভাইরাসের মধ্যে বড় ধরনের মিউটেশন ঘটলে সেটা টিকার কার্যকারিতা কমিয়ে দেয়।