নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে বাংলাদেশের ঐতিহাসিক জয়
- আপডেট সময় : ০১:২৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / ২০৪৩ বার পড়া হয়েছে
নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লো বাংলাদেশ। ওয়ানডেতে ফরম্যাটে কিইউদের প্রথমবার হারালো টাইগাররা। তৃতীয় শেষ ওয়ানডেতে ৯ উইকেটে জিতে ২-১ ব্যবধানে সিরিজ শেষ করলো বাংলাদেশ। নেপিয়ারে আগে ব্যাট করে শরিফুল, তানজিম সাকিব ও সৌম্য সরকারে বোলিং তোপে মাত্র ৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে মাত্র ১৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। ৫১ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক নাজমুল শান্ত
নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লো বাংলাদেশ। ওয়ানডেতে ফরম্যাটে কিইউদের প্রথমবার হারালো টাইগাররা। তৃতীয় শেষ ওয়ানডেতে ৯ উইকেটে জিতে ২-১ ব্যবধানে সিরিজ শেষ করলো বাংলাদেশ। নেপিয়ারে আগে ব্যাট করে শরিফুল, তানজিম সাকিব ও সৌম্য সরকারে বোলিং তোপে মাত্র ৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে মাত্র ১৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। ৫১ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক নাজমুল শান্ত
যেন নতুন দীগন্তে পথ চলার দিন। অদম্য এক বাংলাদেশকে দেখলো নিউজিল্যান্ড। টস জিতে বোলিংয়ে টাইগার বাংলাদেশ। ইনিংসের শুরুতে রাচিন রবীন্দ্র ও হেনরি নিকলসের উইকেট তুলে নেন তানজিম সাকিব। বিধ্বংসী বোলিংয়ের সামনে ১০ ওভারে দুই উইকেট হারিয়ে মাত্র ২৭ রান তোলে স্বাগতিকরা।
কিউই ব্যাটারদের নাভিশ্বাস তুলেছেন আরেক পেসার শরিফুল ইসলাম। অধিনায়ক টম লাথাম, উইল ইয়ং ও মার্ক চ্যাপম্যানকে সাজঘরে পাটান বাংলাদেশ পেসার।
উইকেট আগলে রাখতে চেয়েছিলেন টম ব্লান্ডেল। কিন্তু তা কেবল চেষ্টায়ই আটকে যায়। দলীয় ৭০ রানে ছয় উইকেট হারায় কিউইরা। শেষ দিকে সৌম্য সরকারের ম্যাজিক। শরিফুল তানজিম সাকিবের পর যার তিন উইকেট শিকারে অসহায় নিউজিল্যান্ড, অলআউট হয় মাত্র ৯৮ রানে।
জবাবে দলীয় ১৫ রানে চোখ সমস্যা নিয়ে সৌম্য সরকার মাঠ ছাড়লেও কোনো রকম কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি বাংলাদেশকে। দ্বিতীয় উইকেটে কিউই বোলারদের আর সুযোগ দেননি নাহমুল হোসেন শান্ত ও এনামুল হক বিজয়।
৯৯ রানের ছোট লক্ষ্যকে আরও ছোট বানিয়েছেন দু’জন। যদি বিনা উইকেটে ম্যাচ জয়ের সুযোগ কাজে লাগাতে পারেননি এনামুল বিজয়। আউট হয়েছেন ৩৭ রানে। তবে ঠিকই ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন নাজমুল শান্ত। অপরাজিত ছিলেন ৫১ রানে। মাত্র ১৫ ওভার ১ বলেই জয় উৎসবে মাতে বাংলাদেশ।