নিউজিল্যান্ড ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন ট্রেন্ট বোল্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগগুলোর কাছে আন্তর্জাতিক ক্রিকেটের ক্রমশ কোণঠাসা হয়ে পড়ার আরেকটি নমুনা দেখলো ক্রিকেট বিশ্ব। নিউ জিল্যান্ড ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন ট্রেন্ট বোল্ট।
আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে এই বাঁহাতি পেসারের অংশগ্রহণ হবে সীমিত। পরিবারকে আরও বেশি সময় দিতে ও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় বাধাহীনভাবে খেলতে এনজেডসিকে বোল্ট অনুরোধ করেন বোর্ডের চুক্তি থেকে ছেড়ে দিতে। দুই পক্ষের দফায় দফায় আলোচনার পর শেষ পর্যন্ত ৩৩ বছর বয়সী পেসারকে চুক্তির বাইরে রাখার কথা জানায় নিউজিল্যান্ড। এদিকে, ট্রেন্ট বোল্ট কেন্দ্রীয় চুক্তি থেকে মুক্তি নিলেও এটিকে এখনও অশনী সংকেত হিসেবে দেখছে না দেশটির ক্রিকেট। আর কোনো ক্রিকেটার এখনও এরকম কোনো প্রস্তাব বা ইঙ্গিত দেননি বলে জানালেন এনজেডসি।