নিউ ইয়র্কের কৌঁসুলিরা ট্রাম্পের আয়কর বিবরণী খতিয়ে দেখতে পারবেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
নিউ ইয়র্কের কৌঁসুলিরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর বিবরণী খতিয়ে দেখতে পারবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার দেয়া এ আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত নিউ ইয়র্কের কৌঁসুলিদের প্রেসিডেন্টের আয়কর বিবরণী দেখার অনুমতি দিলো। প্রেসিডেন্ট হওয়ায় দায়মুক্তি পাবেন- এ অজুহাতে ট্রাম্পের আইনজীবীরা এতদিন কারও সঙ্গে তার আয়কর বিবরণী শেয়ার করেনি। নিউ ইয়র্কের কৌঁসুলিরা ছাড়াও ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের দুটি কমিটি প্রেসিডেন্টের আয়কর বিবরণী দেখতে চেয়েছিল।