নিজেদের পাণ্ডিত্য দেখানোর জন্যই সিপিডি সব সময় বাজেটের ভুল ধরে : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ১০:১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
- / ১৬১০ বার পড়া হয়েছে
নিজেদের পাণ্ডিত্য দেখানোর জন্যই সিপিডি সব সময় বাজেটের ভুল ধরে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, সমালোচনা করেই বিদেশি ফান্ড কালেকশন করে তারা। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির আমলে ভিক্ষার টাকায় বাজেট ঘোষণা করা হতো। ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সিপিডির বাজেট প্রতিক্রিয়ার সমালোচনা করেন তিনি। বলেন, বাজেট নিয়ে তাদের সমালোচনা বরাবরের মতোই গৎবাঁধা ও গতানুগতিক।
বাজেট নিয়ে বিএনপির সমালোচনার জবাবও দেন ড. হাছান মাহমুদ। টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে বাজেট বিষয়ে বিএনপির প্রতিক্রিয়ার জবাব দেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ছাত্রলীগের সম্মেলন যোগ দেন আইনমন্ত্রী আনিসুল হক। বাজেট নিয়ে বিএনপিসহ বিভিন্ন সংগঠনের সমালোচনার জবাব দেন তিনি।
রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় পরিদর্শনকালে বাজেট ও আগামী নির্বাচন নিয়ে কথা বলেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কামরুল ইসলাম। এদিকে, প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেছে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ।