নিজেদের সুবিধামতো পানি প্রত্যাহার করে নিচ্ছে ভারত
- আপডেট সময় : ০৫:২৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ভারত হঠাৎ গজলডোবা বাঁধের সব গেট খুলে দেয়ায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটে দ্রুত বাড়ছে তিস্তার পানি।
ভারতে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে নীলফামারীতে বিপদসীমা ছাড়িয়েছে তিস্তার পানি। বর্তমানে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ভারতের ঢলে বৃহস্পতিবার বিকেল ৩টায় বিপদসীমা ছাড়িয়ে তিস্তায় পানির উচ্চতা ওঠে ৫২ দশমিক ৬ মিটার।
এদিকে, লালমনিরহাটে উজান থেকে ধেয়ে আসা ভারতীয় পাহাড়ী ঢলের কারণে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে নদীর দুই তীরবর্তী নিম্নাঞ্চলীয় এলাকাগুলো দ্রুত প্লাবিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, আজ সকাল নয়টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে পানির চাপ সামলাতে খুলে দেয়া হয়েছে ব্যারাজের সবগুলো জল কপাট। এদিকে, পানি বৃদ্ধির ফলে তিস্তা ব্যারাজের ভাটিতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল এলাকাগুলো প্লাবিত হয়েছে।