নিজের দেশের টাকা দিয়েই নিজেদের উন্নয়ন করবে বাংলাদেশ এমন আশা প্রকাশ
- আপডেট সময় : ০১:৩৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
অন্যের কাছে হাত পেতে নয় নিজের দেশের টাকা দিয়েই নিজেদের উন্নয়ন করবে বাংলাদেশ এমন আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন এবং আত্মমর্যাদাশীল দেশ, এই সম্মান ধরে রেখেই উন্নত দেশের কাতারে নাম লেখাতে চায় । রিজার্ভের টাকায় অবকাঠামোর উন্নয়ন করলে বিদেশ থেকে ঋণ করতে হবে না বলে মন্তব্য করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের উদ্বোধনে একথা বলেন তিনি।
নিজস্ব রিজার্ভ থেকে যাত্রা শুরু করলো বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল। ফলে এখন থেকে নিজস্ব তহবিলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করতে পারবে বাংলাদেশ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তহবিল থেকে প্রথম পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেন্যান্স ড্রেজিং’ শীর্ষক স্কিমে অর্থায়ন করা হয়েছে। ভিডিও কনফারেন্সে এ ঋণ চুক্তি করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, অন্যের কাছে হাত পেতে নয়, মধ্যম আয়ের দেশ হিসেবে নিজেদের সাবলম্বী হতে হবে।
দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে সরকার কাজ করে যাচ্ছে বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে- এমন মন্তব্যও করেন, সরকার প্রধান। ভৌগোলিক সীমারেখা বাণিজ্যিকভাবে কাজে লাগাতে দ্রুতই গভীর সমুদ্রবন্দর নির্মানের ঘোষণা দেন সরকার প্রধান।
করোনার মধ্যেও দেশের অর্থনীতি সুসংহত আছে, উন্নয়নশীল দেশের মর্যাদা অক্ষুন্ন রাখতে যা ভূমিকা রাখছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।