নিজ ঘরে সামিরন বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
জামালপুরের বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের নিজ ঘরে সামিরন বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লাউচাপড়া ডুমুরতলা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করতেন ডুমুরতলা গ্রামের সামিরন বেগম । বৃহস্পতিবার রাতে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন তিনি। রাত ১১টার দিকে দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে এলোপাতারি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা হৈ হুল্লোরের শব্দ শুনে এগিয়ে এসে মরদেহ দেখে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। বকশীগঞ্জ থানা পুলিশ গভীর রাতে নিহতের মরদেহ উদ্ধার করে সকালে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করে।