নিজ নিজ অবস্থানে থেকে ঈদ উদযাপন করতে প্রধানমন্ত্রীর আহ্বান
- আপডেট সময় : ০১:৪৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
পরিবারের সুরক্ষায় যে যেখানে আছেন সেখানেই ধৈর্য্য ধরে ঈদ উদযাপন করতে আবারো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশিপাশি করোনা মোকাবেলায় সবাইকে মাস্ক পরার তাগিদও দেন তিনি। পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দ পত্র হস্তান্তর অনুষ্ঠানে তিনি আরো বলেন, শহরের মত গ্রামেও পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে।
দুই যুগেরও বেশি সময় ধরে অপেক্ষার পর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষতিগ্রস্তরা বুঝে পাচ্ছেন তাদের প্লট । ‘মূল অধিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্ত’ এ দুটি ক্যাটাগরিতে মোট ১ হাজার ৪৪০টি প্লট বরাদ্দ দেওয়া হচ্ছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউক এর তত্ত্বাবধানে পূর্বাচল প্রকল্পের বহুতল ভবন নির্মাণ ব্লক থেকে ৮৯ দশমিক ৬৩ একর জমি নিয়ে নতুন এসব প্লট তৈরী করা হয়। আবেদন যাচাই বাছাই করে তিন কাঠা আয়তনের এ প্লটগুলো বরাদ্দের সিদ্ধান্ত নেয়া হয়।
রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পক্ষ থেকে প্লটপ্রাপ্ত তিনজনের হাতে বরাদ্দের কাগজ তুলে দেন গণপূর্ত প্রতিমন্ত্রী।প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, শহর অথবা গ্রাম, বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য আবাসন নিশ্চিত করা ও জনগনের মৌলিক চাহিদা পূরণ করতে সরকার কাজ করে যাচ্ছে ।
প্রধানমন্ত্রী বলেন, শহরের সব আধুনিক সুবিধা গ্রামে পৌঁছে দেয়ার অঙ্গীকার বাস্তবায়ন করবে সরকার।কোভিড সংক্রমণ রুখতে গ্রামে না গিয়ে যে যেখানে আছে সেখানেই ঈদ উদযাপনের আহ্বান জানান সরকার প্রধান।
জীবন ও জীবীকা বাঁচাতে সবাইকে সরকারী বিধিনিষেধ ও স্বাস্থ্যসুরক্ষাবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।