নিজ নিজ লিগে জিতেছে পিএসজি ও রিয়াল মাদ্রিদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
নিজ নিজ লিগে জিতেছে পিএসজি ও রিয়াল মাদ্রিদ। ফ্রেঞ্চ লিগে অঁজিকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি আর লা লিগায় ওসাসুনার বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে রিয়াল।
মেসিবিহীন ম্যাচে শুরু থেকেই অপ্রতিরোধ্য পিএসজি। ২৮ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে লিড নেয় পাচেত্তিনোর শিষ্যরা। প্রথমার্ধের শেষ মিনিটে ব্যবধান বাড়ান সার্জিও রামোস। বিরিতির পর মারকুইনহোসের গোলে বড় জয় নিশ্চিত হয় প্যারিসিয়ানদের। এদিকে প্রতিপক্ষের মাঠে শুরুতেই এগিয়ে যায় রিয়াল। ১২ মিনিটে দলের হয়ে গোল করেন আলভা। তবে এক মিনিট পরই সমতায় ফেরে ওসাসুনা।
যদিও পরের সময়টায় প্রতিপক্ষের জালে দুই গোল দিয়ে বড় জয় নিশ্চিত করেন রিয়াল।