নিজ বাড়িতে খুন হলেন পঞ্চগড় সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
নিজ বাড়িতে খুন হলেন পঞ্চগড় সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম আযম। শনিবার রাত সাড়ে ১০টায় তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে।
ওই ব্যবসায়ীর নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে। মাথায় আঘাতের চিন্হ পাওয়া গেছে। হত্যায় কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। স্থানীয়রা জানায়, বাড়িতে ছিলেন গোলাম আযমের দুই সন্তান ও তার স্ত্রী। পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। আসামি শনাক্তে কাজ করছে পিবিআইসহ পুলিশের বেশ কয়েকটি ইউনিট।