নিজ স্বার্থ হাসিলে সরকার ভারতের তাঁবেদারি করছে : ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
- / ১৭৯০ বার পড়া হয়েছে
খালেদা জিয়া আর গণতন্ত্র একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। বলেন, খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতান্ত্রিক পরিবেশ ফেরত আসবে।
রাজধানী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক মানববন্ধন এই মন্তব্য করেন তিনি। বিএনপি চেয়ারপার্সন প্রতিদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলেও জানান তিনি। মির্জা ফখরুল অভিযোগ করেন, বেআইনিভাবে দলের চেয়ারপার্সনকেআটকে রেখেছে সরকার। বিএনপি মহাসচিব দাবি করেন, সরকার নিজেদের স্বার্থে দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। সময় হলে সব কিছুর হিসেব নেয়া হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।