নিত্যপণ্যের উর্ধমূল্যের জন্য আন্তর্জাতিক বাজারকে দুষলেন বাণিজ্য সচিব
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৭:৫০:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
চাল, চিনি, ভোজ্য তেলসহ নিত্যপণ্যের উর্ধমূল্যের জন্য আন্তর্জাতিক বাজারকে দুষলেন বাণিজ্য সচিব। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতির কারণে গত কয়েকদিনে দেশের বাজারে চাল, চিনি ও ভোজ্য তেলের দাম বেশ বেড়ে গেছে। তবে দেশে এসব পণ্যের সরবরাহে কোনো সংকট নেই।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভাশেষে প্রেস ব্রিফিংয়ে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ এতথ্য জানান। সচিব আরো বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেল ও চিনির দাম কিছুটা বাড়ায় মুনাফালোভী কালোবাজারীরা যাতে সুযোগ নিতে না পারে সেজন্য তৃণমূলে নজরদারি বাড়ানো হচ্ছে। দেশে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে জানিয়ে বাণিজ্য সচিব আরো বলেন, চাল আমদানিতে এবার শুল্ক কমানো হয়েছে ৩৭ শতাংশ। বাণিজ্য সচিব জানান, আন্তর্জাতিক বাজারে চালের দাম বাড়ায় চাল আমদানির শুল্ক সাড়ে ৬২ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সুপারিশের প্রেক্ষিতে এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় সাত লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছে।