নিত্যপণ্যের দাম আরেক দফা বৃদ্ধি
- আপডেট সময় : ০২:৪৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
রমজানের প্রথমদিনেই রাজধানীর বাজারে ছোলা, ডাল, চিনিসহ সবরকম নিত্যপণ্যের দাম আরেক দফা বৃদ্ধি পেয়েছে। দাম বাড়বে না বাণিজ্য মন্ত্রণালয় এবং ব্যবসায়ী নেতাদের এমন প্রতিশ্রুতিকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে খাদ্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ী সিন্ডিকেট। এতে চরম বিপাকে সাধারণ ক্রেতারা। বিক্রেতারা জানান, যথেষ্ট মজুদ থাকলেও কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্য সরবরাহ কমিয়ে দাম বৃদ্ধির অপচেষ্টা করা হচ্ছে।
রমজানের আগেই বাড়িয়ে দেয়া হয় সবরকম নিত্যপণ্যের দাম। রমজানের প্রথম দিনে বাজার ঘুরে দেখা যায় সবকিছুরই দাম চড়া।
বাণিজ্য মন্ত্রণালয় কয়েকটি পণ্যের দাম নির্ধারণ করে দিলেও সেই দামে মিলছে না সেইসব পণ্য। পাইকারি বাজারে এসব পণ্যের দর কিছুটা ঠিকঠাক থাকলেও খুচরা ব্যবসায়ীরা তা মানছেন না।
মানভেদে ছোলার কেজি ৯০ থেকে ১১৫ টাকা পর্যন্ত। ১০ থেকে ১৫ টাকা বাড়তি বেসন। দাম বেড়েছে পেঁয়াজ, রসুন,
এদিকে..এখনো চিনি নিয়ে চলছে ছয় নয় খেলা। তৈরী করা হয়েছে কৃত্রিম সংকট। ব্যবসায়ীরা বলছেন, মন্ত্রণালয়ের বেঁধে দেয়া দামে চিনি বিক্রি করতে পারছেন না তারা ।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বৈঠকে মুরগি ব্যবসায়ীরা মুরগির দাম কেজিতে ৪০ থেকে ৫০ টাকা কমানোর প্রতিশ্রুতি দিলেও এখনো আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি। সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দামও।
চড়া সবজির বাজারও। ২/১ দিনের ব্যবধানে বেগুনের দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। শশার কেজি ৮০ থেকে ৯০ টাকা।
সরবরাহ ব্যাপক থাকলেও ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুরের দাম গতবারের তুলনায় অনেক বেশি।
কেজিতে ৫০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে সবরকম মাছের দাম।
তবে কারওয়ান বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে গরু এবং খাসির মাংস।