নিত্যপণ্যের বাজারে বেড়েছে ডাল ও চিনির দাম
- আপডেট সময় : ০৬:০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
নিত্যপণ্যের বাজারে বেড়েছে ডাল ও চিনির দাম। বাড়তি দামে কিনতে হচ্ছে মরিচ, লেবু, পেঁয়াজসহ বিভিন্ন সবজি। মুরগীর কেজিতে এক লাফে বেড়েছে ২০ টাকা। চড়া মাছ-মাংস ও মসলার দাম। এতে রোজার আগেই বিপাকে সাধারণ মানুষ। ক্রেতারা বলেন, অসাধু সিন্ডিকেটকে নিয়ন্ত্রণে আনতে না পারলে রোজায় আরও অস্থির হয়ে উঠবে নিত্যপণ্যের বাজার।
আসন্ন রমজানের প্রয়োজনীয় এমন পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা। কিন্তু বাজারে নেই কোনো সুখবর। প্রায় সবকিছুর দামই চড়া। বাজার ঘুরে দেখা যায়, ছোলাসহ সবরকম ডালের কেজিতে দুই থেকে পাঁচ টাকা বেড়েছে। চিনির কৃত্রিম সংকটে দাম উঠেছে ১৪৫ থেকে ১৫০ টাকা কেজি। প্তাহখানেক আগে সবজির দাম কিছুটা কমলেও, ইফতারি তৈরিতে প্রয়োজনীয় সবজির দাম রোজার আগেই বাড়তির দিকে।
কেউ কেউ দাবি করেন, রমজানকে ঘিরে অতিরিক্ত বাজার করার কারণে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। গত এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিপ্রতি ২০ টাকা বেড়েছে। ব্রয়লার মুরগি কেজি ২২০ থেকে ২৩০ টাকা। রমজানে বাজার স্থিতিশীল রাখতে বিশেষ নজরদারির দাবি সাধারণ ক্রেতাদের।