নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল করতে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে
- আপডেট সময় : ০৭:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
পেঁয়াজের পর চাল ও অন্য নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল করতে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। দেশের মানুষকে জিম্মি করে ধর্মঘট না করতে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহবান জানান তিনি। দুপুরে ১৪ দলের সভা শেষে এসব বলেন মোহাম্মদ নাসিম।
রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সভায় মুল আলোচ্যকে ছাপিয়ে উঠে আসে নিত্যপন্যের দামের বিষয়টি। জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, সিন্ডিকেট করে দ্রব্যমূল্য অযৌক্তিকভাবে বাড়িয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চক্রান্ত চলছে ।যারা রাজনীতিতে ও আন্দোলনে ব্যর্থ, তারা পরিবহন, শিক্ষাখাতসহ নানাভাবে জনগনকে জিম্মি করার অপচেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, দ্রব্যমূল্যের বাজার অস্থিতীশীল করে বিএনপি সরকার উৎখাতের হুঙ্কার দিচ্ছে । বাজার নিয়ন্ত্রনের গঠনমূলক প্রস্তাব দেয়ার আহ্বান জানান তিনি। সরকারের শুদ্ধি অভিযানের বিপরীতে কাজ করা অসাধু সিন্ডিকেটকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান ১৪ দলের নেতারা।