নিত্যপণ্যের বাজার নিয়ে অস্থির হয়ে পড়েছেন ক্রেতারা
- আপডেট সময় : ০২:১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
স্থলবন্দরে পেঁয়াজের চালান আটকে থাকায় আরেক ধাপ বেড়েছে ভারতের পেঁয়াজের দাম। তবে দেশী পেঁয়াজের দাম আছে আগের মতোই।কেজিপ্রতি ৮০ থেকে ১২০ টায় বিক্রি হচ্ছে সবধরনের সব্জি। তেল ও চালের দাম বাড়লেও পড়তির দিকে মাংস ও মসলার বাজার। নিত্যপণ্যের বাজার নিয়ে অস্থির হয়ে পড়েছেন ক্রেতারা। তবে, বিক্রেতারা বললেন, বেশীর ভাগ পণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে।
শুক্রবার ছুটির দিনে রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে নিত্যপণ্য কিনতে আসেন ক্রেতারা।
এ সময় সব জিনিসের দাম জানান বিক্রেতারা।
সর্বোচ্চ ১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে সব ধরণের সব্জি। বেগুন কেজি প্রতি ১২০ টাকা, শশা ৭০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৯০ টাকায়, সেই সঙ্গে বেড়েছে লেবুর দামও। কাঁচামরিচ বরাবরের মতো ২শ টাকায় বিক্রি হচ্ছে। আর দেশী পেয়াজ ৯০ টাকায় বিক্রি হলেও ভারতীয়টা ১০ টাকা বেড়ে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে।
এই বাজারে কেজি প্রতি ৫০ থেকে ১শ টাকা কমেছে গরু ও খাসির মাংসের দাম। ব্রয়লার মুরগির দাম পিস প্রতি কমেছে ২০ টাকা। আদা ছাড়া কমেছে সব ধরণের মসলার দাম।
সপ্তাহের মাথায় ৩ টাকা আর ১৫ দিনে ৫ টাকা বেড়েছে সব ধরনের চাল । তেল লিটার বেড়েছে ৫ টাকা
ওজন ভেদে ইলিশের কেজি প্রতি বেড়ে গেছে ৫০ থেকে ১শ টাকা দাম। অন্য মাছের বাজার অনেকটাই স্থিতিশীল পাচ্ছেন বিক্রেতারা।
নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে না থাকায় ক্ষোভ জানান ক্রেতারা।
বাজার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় নেয়ার দাবি ভোক্তাদের।