নিত্যপণ্য নিয়ে সিন্ডিকেট ও মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ হাইকোর্টের
- আপডেট সময় : ০৭:১৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
নিত্যপণ্য নিয়ে সিন্ডিকেট ও মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি এ বিষয়ে ২৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার আদেশও দিয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয়। একইসঙ্গে, ওএমএস নীতিমালা অনুযায়ী সারাদেশে রেশন পদ্ধতিতে চাল-তেল-পেঁয়াজ-আটা সরবরাহের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সময় যত গড়াচ্ছে, তেলসহ নিত্য প্রয়োজনীয় পন্যের দাম ততোই নিম্ন ও মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এছাড়া, প্রতিবছর রমজানের আগে নিত্য পন্যের দাম বাড়ানো অনেকটা রীতি হয়ে দাঁড়িয়েছে।
বোতলজাত সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন এবং নীতিমালার নির্দেশনা চেয়ে রিট করেন ৩ আইনজীবী। নিত্য প্রয়োজনীয় পন্য জনগনের নাগালে রাখতে কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট।
এছাড়া, সিন্ডিকেট ও মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় আদালত।
২৬ এপ্রিল বিষয়টি পুনরায় হাইকোর্টে শুনানির জন্য আসবে বলেও জানান, আইনজীবীরা।