নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে আগুন
- আপডেট সময় : ১০:১৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
- / ২০৩৭ বার পড়া হয়েছে
নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে আগুন। চালের দাম বেড়েছে মাসখানেক আগেই। আমনের ভরা মৌসুমেও কমার কোনো লক্ষণ নেই। নতুন করে কেজি প্রতি পাঁচ টাকা বেড়েছে মসুর ডালের দাম। সপ্তাহখানেক আগে বেড়েছে আলু ও পেঁয়াজের দাম। এ অবস্থায় ডাল-ভাত আর আলুর ভর্তা খাওয়াও অনেকের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। খুচরা বিক্রেতারা বলছেন, সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে কোনো না কোনো পণ্যের দাম বেড়েছে। তাই খুচরাতেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।
সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকা। দাম বেড়েছে সোনালী এবং কক মুরগীরও। আমদানী কম থাকার কারণে দাম বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।
আগের মতো বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল, ডাল, তেল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্য। আর শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কমেছে অধিকাংশ সবজির।
প্রতিনিয়ত খাদ্যপণ্যের দাম বাড়ার ফলে ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। তাদের দাবি, দাম বাড়ার কারণে ক্রয় ক্ষমতা কমেছে তাদের।
বরাবরের মতই ভোক্তাদের দাবি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করতে হবে।