নিবন্ধন ছাড়াই ফেনীর রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি অটোরিকশা
- আপডেট সময় : ০৫:৩২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
ফেনীতে নিবন্ধন ছাড়াই সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি অটোরিকশা। মাসিক টোকেনে চলা রমরমা বাণিজ্যের নেপথ্যে রয়েছে পুলিশ ও অসাধু চক্রের কারসাজি। প্রশাসনের দাবি, অনিবন্ধিত সিএনজির বিরুদ্ধে প্রতিনিয়ত চলছে জেল-জরিমানা ও সাঁড়াশি অভিযান। ফলে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার।
ফেনীর সবকটি গুরুত্বপূর্ণ সড়কে প্রতিদিন চলাচল করে প্রায় ২৪ হাজার সিএনজি অটোরিক্সা। রেজিস্ট্রেশন আছে মাত্র ৯ হাজারের। ৭০ শতাংশ চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। রোজগারের ৫’শ থেকে ১২’শ টাকা মাসোয়ারা দেন সিএনজি চালকদের। এই চাঁদা যায় ট্রাফিক পুলিশ কিংবা স্থানীয় প্রশাসন ও দলের নেতাকর্মীর পকেটে।
বৈধ কাগজপত্র থাকলেও নানা হয়রানীর শিকার চালক ও সিএনজি মালিকরা। বাধ্য হয়েই টোকেন বা স্টিকার নিতে হচ্ছে।
এদিকে পুলিশের দাবী, তাদের বিরুদ্ধে অভিযোগ মিথ্যে। কাগজবিহীন চালকদের বিরুদ্ধে চলে নিয়মিত অভিযান, আদায় করা হচ্ছে জরিমানাও।
জেলা বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, বৈধ কাগজ নিয়ে রাস্তায় গাড়ী বের করার পরামর্শ দেন।
অবৈধ সিএনজি অটোরিকশা চালকদের সহায়তায় জেলাজুড়ে চলে চুরি-ছিনতাই মাদক সহ নানা অপকর্ম।