নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর
- আপডেট সময় : ০৪:৫৫:২১ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। উপকূলীয় জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বর্ষণ চলছে। এই বৃষ্টি আরও বাড়তে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূলীয় অন্তত ১৫ জেলায় এক থেকে দুই ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
নিম্নচাপে উত্তাল পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। ভারী বৃষ্টিপাত এখনও অব্যাহত। দু’দফা জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে জেলার অর্ধশতাধিক গ্রাম। উপকূল এলাকায় ঝড়ো হাওয়ার শংকায় পায়রাসহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে, শিববাড়িয়া নদীতে থাকা মাছধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদে থাকতে মাইকিং করছে নিজামপুর কোষ্টগার্ড।
বরগুনায় ২দিনের টানা বর্ষণ ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। বৃষ্টি ও জলাবদ্ধতায় জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। জোয়ার পরিমাপ শাখা জানায়, এখন পর্যন্ত বিষখালী, বুড়িশ্বর ও বলেশ্বর নদীর পানি বিপদসীমার ৮৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থল নিম্নচাপে সমুদ্র বন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এদিকে, সুন্দরবনসহ বাগেরহাট উপকূল জুড়েও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। লঘুচাপে সুন্দরবনের নদী-খালে দুই-তিন ফুট পানি বৃদ্ধি পেয়েছে। প্লাবিত হয়েছে সুন্দরবনের বিভিন্ন এলাকা। তবে পানিতে বন্য প্রাণীদের ক্ষতি হয়নি বলে জানিয়েছেন করমজল বন্য প্রাণি প্রজনন কেন্দ্রের কর্মকর্তা আজাদ কবির।
সাতক্ষীরায় নিম্নচাপের প্রভাবে একটানা বৃষ্টি হচ্ছে। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেনা কেউ। এদিকে, শ্যামনগর ও আশাশুনি উপকূল এলাকায় বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হলেও ভাঙনের খবর পাওয়া যায়নি এখনও। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, নদীতে এখন জোয়ার। প্রায় ৩ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে।
এদিকে, বরিশালের নদ-নদীর পানি আরও বেড়েছে। পাউবো বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম সরকার বলেন,গভীর সমূদ্রে সৃস্ট নিম্নচাপে দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি বেড়েছে। যা আরও দুয়েকদিন দিন অব্যহত থাকতে পারে।