নিম্নমানের পোনা ও তীব্র তাপদাহের কারণে সাতক্ষীরায় মারা যাচ্ছে ঘেরের বাগদা চিংড়ি
- আপডেট সময় : ০১:৫০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
নিম্নমানের পোনা ও তীব্র তাপদাহের কারণে সাতক্ষীরায় মারা যাচ্ছে ঘেরের বাগদা চিংড়ি। জেলার প্রায় প্রতিটি ঘেরে এই অবস্থার শিকার হওয়ায় দিশেহারা চাষিরা। পোনার দামের ঊর্ধ্বগতির তুলনায় উৎপাদিত বড় চিংড়ির দাম কমে যাওয়ায় ক্ষতি কাটিয়ে উঠতে পারছে না তারা। এ অবস্থা চলতে থাকলে আগামীতে চিংড়ি চাষে আগ্রহ হারিয়ে ফেলবে চাষিরা।
হঠাৎ সাগরে পানি দূষণের কারণে কক্সবাজারের চিংড়ি হ্যাচারিগুলোতে ব্যাকটেরিয়ার আক্রমণ শুরু হয়। পোনা মানসম্মত না হওয়ায়, ঘেরে ছাড়ার এক থেকে দেড় মাসের মধ্যেই মারা যাচ্ছে সেগুলো। সময়মতো ঋন শোধ করা নিয়ে শংকায় পড়েছে চাষিরা। ওদিকে, করোনা ও ঘূর্ণিঝড় আম্পানের ক্ষতি এখনও কাটাতে পারেনি তারা।
ঘেরে প্রতিনিয়ত বাগদা চিংড়ি রোগে আক্রান্ত হচ্ছে বলে জানায়, ব্যবসায়ীরা। চাষিরা বেশি দামে বাগদার পোনা কিনতে বাধ্য হচ্ছে বলে জানায়, তারা।
প্রচন্ড গরম ও পানি কমে যাওয়ায় চিংড়ি মারা যাচ্ছে বলে জানায়, মৎস্য বিভাগ। জেলায় ৭৬ হাজার হেক্টর জমিতে ৬৬ হাজার ৮১৪টি গলদা ও বাগদা চিংড়ির ঘের রয়েছে। পোনা সংকটে চিংড়ি উৎপাদনের ঘাটতি, রপ্তানিতেও প্রভাব ফেলতে পারে।