নিম্ন আয়ের মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার তৎপর রয়েছে : পরিকল্পনামন্ত্রী
- আপডেট সময় : ০৮:৩৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
প্রান্তিক নিম্ন আয়ের মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার তৎপর রয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, সরকারের কাজকে তরান্নিত করতে নাগরিক সমাজের প্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম আয়োজিত ‘ যুবসমাজ ও এসডিজি সম্মেলনে এসব কথা বলেন তিনি। সম্মেলনে মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন, এসডিজি অর্জনের লক্ষমাত্রা বাস্তবায়নে তরুণ সমাজের ভুমিকা গুরুত্বপূর্ণ।
রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে যুব সমাজ ও এসডিজি শীর্ষক সম্মেলনের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম।
অনুষ্ঠানে মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন, ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে তরুণ সমাজকে অগ্রাধিকার ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে আর্থ সামাজিক উন্নয়নে যুব সমাজ ভুমিকা রাখছে বলে জানান, ইউ এন ডিপির বাংলাদেশ প্রতিনিধি স্টিফেন লিলার।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, এস ডিজি বাস্তবায়নের মূখ্য ভুমিকা সরকারের হলেও এটা সামনের দিকে নিয়ে যেতে পারবে উদ্যোক্তারা।
প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে সরকার কাজ করছে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী।