নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন জোরদারের তাগিদ ফখরুলের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের নেতৃত্বে দেশে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে জানিয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঝিনাইদহে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। সেই সরকার নির্বাচন কমিশন গঠন করে অংশগ্রহণমূলক একটি নির্বাচন আয়োজনের আহ্বান তাঁর। বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার স্বপ্নগুলোকে ভুলুণ্ঠিত করেছে বর্তমান সরকার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১-এ যে স্বপ্ন নিয়ে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। জেলা বিএনপির আহ্বায়ক এস এস মশিয়ুর রহমান সম্মেলনের সভাপতিত্ব করেন।