নিরাপদ সড়কের দাবিতে গাজীপুর ও রাজশাহীতে শিক্ষার্থীদের কর্মসূচি পালন
- আপডেট সময় : ০৫:২১:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
নিরাপদ সড়কের দাবিতে গাজীপুর ও রাজশাহীতে কর্মসূচি পালন করেছে স্থানীয় শিক্ষার্থীরা।
সকাল ১০টায় টঙ্গীর কলেজ গেট এলাকায় অবস্থান নেয় সফিউদ্দিন সরকার একাডেমী, টঙ্গী সরকারি কলেজসহ বেশ কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এসময় তাদের ঢাকা- ময়মনসিংহগামী গাড়ি থামিয়ে লাইসেন্স চেক করতে দেখা যায়। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশও সহযোগিতা করে। শিক্ষার্থীরা পুলিশের গাড়ি, ভ্রাম্যমাণ লাইব্রেরির গাড়িসহ বেশকিছু লাইসেন্সবিহীন গাড়ি শনাক্ত করে। লাইসেন্স না থাকায় ৭টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয় পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে টঙ্গী পশ্চিম থানার কর্মকর্তাসহ থানা এবং ট্রাফিক পুলিশের ভূমিকা ছিলো সহযোগিতার। এই কর্মসূচির কারণে দুপুরে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
সারাদেশের শিক্ষার্থীদের জন্য হাফপাশ এবং নিরাপদ সড়কের দাবিতে রাজশাহীতেও মানববন্ধন হয়েছে। সকালে নগরীর জিরো পয়েন্টে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এসময় শিক্ষার্থীরা জ্বালানী তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান।