নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন
- আপডেট সময় : ০৭:৪৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
দুর্নীতি, অনিয়ম ও দুর্ঘটনামুক্ত নিরাপদ সড়কের দাবিতে ঢাকায় ‘লালকার্ড’ দেখানোর কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। একই সাথে তারা ব্যঙ্গচিত্রও প্রদর্শন করেন। দুপুর ১২টায় রামপুরা ব্রিজ এলাকায় এই কর্মসূচি পালিত হয়। দাবী আদায়ের লক্ষ্যে রোববার রামপুরা ও শাহবাগে প্রতীকী লাশের মিছিল বের করার কর্মসূচি ঘোষণা দিয়ে তারা বলেছে, প্রতিদিনই নতুন নতুন কর্মসূচি দেয়া হবে।
নিরাপদ সড়কসহ ১১ দফা দাবি বাস্তবায়নে শনিবার দুপুরে ঢাকার রামপুরা ব্রিজের উপর অবস্থান নিয়ে পরিবহন খাতে দুর্নীতি ও সড়কে নৈরাজ্য বন্ধে শিক্ষার্থীদের এই লাল কার্ড প্রদর্শন। পাশাপাশি দেখানো হয় বিদ্রুপাত্মক কার্টুন।
এখনো দাবি না মানায় সরকারের তীব্র সমালোচনায় মুখর ক্ষুদে শিক্ষার্থীরা।
আধা ঘন্টারও বেশি সময় সড়কে অবস্থান নেয়ার পর রোববারের কর্মসূচি ঘোষণা করে তারা। দুর্নীতি ও সড়কে নৈরাজ্য বন্ধে একইসাথে ব্যঙ্গচিত্র প্রদর্শন কর্মসূচিও পালন করবে তারা।
এর আগে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আরেকটি সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করে।
রোববার একই সময়ে শাহবাগেও প্রতীকী লাশের প্রতিবাদী মিছিল কর্মসূচি ঘোষণা করে তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশে একই দাবিতে আন্দোলন কর্মসূচি পালন অব্যাহত রাখবে তারা।