নিরাপদ সড়ক দিবস বর্জন করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি
- আপডেট সময় : ০৯:৩৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
আগামীকালের নিরাপদ সড়ক দিবস বর্জন করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ২০১৮ সালের সড়ক পরিবহন আইন কার্যকর না হওয়ায় এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন, সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। এদিকে, সড়ক দুর্ঘটনার দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেন, বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের সহকারি অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ। সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।
এই কান্না সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারানো হাসিনা বেগমের।
ঢাকার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনে দুই এতিম ছেলে-মেয়েকে নিয়ে পরিবারের কষ্টের কথা তুলে ধরেন তিনি।
সড়ক দুর্ঘটনায় হাসিনার মতো স্বজন হারানো অনেক পরিবারই তাদের কষ্টের কথা তুলে ধরে সড়ক নিরাপত্তা তহবিল থেকে সাহায্য চান।
এ সময় সড়ক দুর্ঘটনায় হতাহতদের যথাযথ আর্থিক সহায়তা কার্যক্রম চালুর দাবি জানান, যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে হলে, সড়ক নিরাপত্তা কাউন্সিল কার্যকর করতে হবে।
বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের সহকারি অধ্যাপক সাইফুন নেওয়াজ বলেন, সড়কে নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব।
তিনি আরো বলেন, সরকার সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।