নির্দিষ্ট সময়ে এক ঘন্টা পর শুরু হয়েছে পাবনা -৪ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ
- আপডেট সময় : ১২:০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
নির্দিষ্ট সময়ে এক ঘন্টা পর শুরু হয়েছে পাবনা -৪ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। ব্যালট পেপার পৌঁছাতে দেরি হওয়ায় ভোটগ্রহণ শুরু হয় সকাল ৯টায়। জেলার ১২৯টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে বিকাল টা পর্যন্ত। প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তিনজন প্রার্থী।
সকাল থেকে কিছু ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি থাকলেও অনেক কেন্দ্র ছিল ভোটার শূণ্য। নির্বাচনে ৩ লাখ ৮১ হাজার ১১২ জন ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অবাধ ও শান্তিপূর্ন নির্বাচনের লক্ষ্যে ১১’শ পুলিশ সদস্য, ১ হাজার ৫৪৮ জন আনসার সদস্য ও দুই প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি দায়িত্বে রয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের একাধিক টিম। নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ঈশ্বরদী উপজেলার সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং জাতীয় পার্টি জেলা কমিটির সদস্য রেজাউল করিম প্রতিদ্বন্দ্বিতা করছে।